বেকারদের বিয়ে না করার পরামর্শ তথ্যমন্ত্রীর

0

inu-400x234৩৫ বছর বয়সের আগে সন্তান না নেয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে বেকারদের বিয়ে না করার জন্য তিনি মেয়েদের পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে বেসরকারি সংস্থা অক্সফামের উদ্যোগে রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘প্রান্তিক কৃষকদের অধিকার সুরক্ষায় কৃষক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদেরকে পাঁচটি বিষয় অর্জন করতে হবে। এগুলো হচ্ছে- বিশ্বাস, স্বপ্ন, সিদ্ধান্ত, কর্ম ও অর্জন। তাহলেই সফলতা অর্জন করা সম্ভব হবে।’

কৃষি সেবা, কারিগরী সহায়তা, সহজ শর্তে ঋণ, কৃষিখাস জমি ও জলায় প্রবেশাধিকারসহ খাদ্য নিরাপত্তা সম্পর্কে সিদ্ধান্ত নির্ধারণী প্রক্রিয়ায় দরিদ্র ও বিপদাপন্ন প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইনু বলেন, ‘হেফাজতের তেঁতুল হুজুর আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আমি বিপদে আছি। আর আরেক দিকে নারায়ণগঞ্জের গুম, খুন। এটা মহাবিপদ।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘সমাজতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। বিগত শেখ হাসিনা সরকারকে আমরা পর্যবেক্ষণ করেছি। সেখানে প্রথম এবং দ্বিতীয় বাজেটে সমাজতন্ত্র ফিরে এসেছে।’

আওয়ামী লীগ সরকারের সঙ্গে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘শেখ হাসিনা সরকার ৩১ টাকার সারকে মাত্র ১২ টাকায় এনে দিয়েছে। তেঁতুল হুজুর, যুক্তরাষ্ট্রের সরকার আর ওয়ার্ল্ড ব্যাংকের কথায় আমার দেশ চলবে না।’

এ সময় মন্ত্রী কম দামে সার, বিদ্যুৎ, তেল, পানি, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেতে হলে শেখ হাসিনা সরকারের পক্ষে থাকার জন্য অন্যদিকে জঙ্গি ও বুকে বুলেট খেতে হলে খালেদা জিয়ার পক্ষে যাবার অনুরোধ জানান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More