গাজীপুর: সদর উপজেলার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ক্রিসেন্ট কারখানার গুদামে আগুন লেগেছে।
এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রোববার ভোরে এ ঘটনা ঘটেছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে সদর উপজেলার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ক্রিসেন্ট কারখানার গুদামে আগুন লাগে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।