বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান ও ডেপুটি কমিশনার নিতিশ চন্দ্রর ওপর উপর ছাত্রলীগের হামলার ঘটনায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে বুধবার বিকেলে কাস্টমসের সবশ্রেণির কর্মকর্তা ও কর্মচরিীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার এ.এম.এফ আব্দুল্লাহ খান, অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দীন, ডেপুটি কমিশনার মারুফুর রহমান, ফাহাদ আল ফয়সাল প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন সন্ধ্যা ৬টার মধ্যে সমস্ত আসামিদের গ্রেফতার করা না হলে আগামীকাল থেকে কাস্টমস হাউজের সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ঘটনাটি শুনার যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির ও পুলিশ সুপার আনিছুর রহমান বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের বৈঠক করছেন।
Prev Post
Next Post