[ads1]বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা পরিবর্তন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের পরিবর্তিত সময়সীমা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করতে হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগে আবেদনের সময়সীমা ছিল ১ থেকে ২৮ জুলাই।[ads1]
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএ ওয়েবসাইট ও অ্যাপের (www.ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করা যাবে। শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া জেলা ও বিভাগীয় শহরভিত্তিক চাহিদার একটি একিভ‚ত তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট ও অ্যাপে প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়। এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ৬ থেকে ২৫ জুন নিজ প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষকের চাহিদা জানায়।
নিয়োগ বাণিজ্য ঠেকাতে ২০১৫ সালের ২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা সংশোধন করে। এর ফলে শিক্ষক নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব হয়।
নতুন নিয়মে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় মেধার ভিত্তিতে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়ার কথা থাকলেও প্রক্রিয়া শেষ করতে না পারায় ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে শিক্ষক নিয়োগ বন্ধ আছে।[ads2]