বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু উ. গাইন্দ্যাকে হত্যার প্রতিবাদে, দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি, সকল বৌদ্ধ বিহারে নিরাপত্তা নিশ্চিত করা, অতীতের ঘটনাগুলোর সুষ্ঠু বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে বৌদ্ধ ভিক্ষুরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বক্তারা বলেন, অতীতের এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না করা, বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা না দেয়ায় কারণে বার বার এসব হচ্ছে। বক্তারা এ সময় ভিক্ষু হত্যায় স্বজনরা জড়িত স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য তীব্র সমালোচনা করে এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রদ্ধালংকার মহাস্থবির, সুমনা জ্যোতি মহাস্থবির, শাসন প্রিয় মহাস্থবির, শুভদর্শী মহাস্থবির, সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ নাগরিক কমিটির পার্বত্য অঞ্চল সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সম্বোধনী ওয়েলফার সোসাইটির সদস্য ইন্টু মনি তালুকদার।
উল্লেখ্য, গত ১৩ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী উপর চাক পাড়ায় নিজ বৌদ্ধ বিহারে খুন হন ভিক্ষু উ. গাইন্দ্যা। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার ৫ দিন করে রিমান্ডে নিয়েছে।
Prev Post