ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় চারজনকে চারজনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী আশা মনি। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে খিলগাঁও থানায় মামলাটি করা হয়।
মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে মামলা হয়েছে। মামলা নং-১১। খিলগাঁও থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন খান মামলাটির তদন্ত ভার পেয়েছেন বলেও জানান তিনি।