রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে খুন হওয়া ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত দুজনকে আট দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সাদ আল নাহিয়ান ও মাসুদ রানা। এদের মধ্যে নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রীর ভাতিজা।
শুক্রবার আটকের পর দুজনকে আদালতে হাজির করা হলে আদালত ৮ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।