ভারতের অন্ধ্র প্রদেশ থেকে সন্দেহভাজন ৩৩ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার ভোরে রেনিগুন্তা রেলওয়ে জংশনে হাওড়া-যশোবন্তপুর এঙপ্রেস থেকে তাদের আটক করা হয়।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, এসব বাংলাদেশির উচ্চারণ ভঙ্গিতে সন্দেহ হওয়ার পর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান পুলিশকে সতর্ক করে। পরে ট্রেনটি রেনিগুন্তা স্টেশনে থামলে পুলিশ ও রেলওয়ের কর্মীরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিলো না বলে হিন্দুর প্রতিবেদনে জানানো হয়েছে। ৩৩ জনের মধ্যে ১০জন নারী ও ১২জন শিশু রয়েছে। তারা ব্যাঙ্গালুরুরে যাচ্ছিলো।