ভারতীয় পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। এতে সার্ক, বিমসটেক ও দ্বিপক্ষীয় ইস্যুতে আলাপ হয়েছে। এখন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের অপেক্ষায় আছেন তিনি।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন জয়শঙ্কর।
জয়শঙ্কর সকাল সাড়ে ১১টায় বিশেষ বিমানে ভুটানের রাজধানী থিম্পু থেকে ঢাকা পৌঁছান। দুপুর ১টা থেকে শহীদুল হকের সাথে ৪৫ মিনিট দ্বিপক্ষীয় বৈঠক হয় তার।
আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।