ভোলা: চরফ্যাশনের মায়ানদীর উপর নির্মিত দক্ষিণ ভোলার বৃহত্তর সড়ক সেতু ‘মায়ানদীর ব্রিজ’ জনসাধারণের জন্য আজ খুলে দেয়া হবে।
শুক্রবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন।
এ সেতু মায়ানদী দ্বারা বিচ্ছিন্ন চর কলমী এবং নজরুল নগর ইউনিয়নকে ভোলা জেলার মূল ভূ-খণ্ডের পাশাপাশি সারাদেশের সড়ক যোগাযোগের সঙ্গে সংযুক্ত করবে।
উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী মো. সোলায়মান জানান, ৩৭৮ দশমিক ৪০ মিটার দীর্ঘ ব্রিজের নির্মাণ ব্যয় ৩১ কোটি ২ লাখ টাকা। সংযোগ সড়ক এবং সংযোগ সড়কের উপর কোটি ২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২টি ছোট ব্রিজসহ মায়ানদীর ব্রিজের মোট নির্মাণ ব্যয় প্রায় ৩৩ কোটি ২৫ লাখ টাকা। ২০১০-১১ অর্থ বছরে শুরু করে গত ৩০ এপ্রিল ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়নে নবারুণ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাড়াও বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) শহিদুল হক, এলজিইআরডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাধ অধিকারী উপস্থিত থাকবেন।
এদিকে, মায়ানদীর ব্রিজ ছাড়াও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দুলারহাটে ৩ কোটি টাকা ব্যয়ে নীলিমা জ্যাকব মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং শশীভূষণ নব নির্মিত থানা ভবনের ফলক উম্মোচন করবেন।
দুপুরে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তোফায়েল আহমেদ।
এদিকে, বাণিজ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চরফ্যাশনের দুলারহাট থেকে মায়ানদীর ব্রিজ, চরকলমী, শশীভূষণ হয়ে চরফ্যাশন সদর পর্যন্ত প্রায় শতাধিক বাহারী তোরণ নির্মাণ করা হয়েছে।