বির্তকের চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে গণজাগরণ মঞ্চ। অভ্যন্তরীণ বিভেদে শুধু দোষারোপের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছে একটি পক্ষ।
শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ জাদুঘর প্রাঙ্গণে ‘গণজাগরণ মঞ্চ নিয়ে বর্তমান সঙ্কট বিষয়ে সংবাদ সম্মেলন করেন ‘গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দ’ নামে একটি সংগঠন। সংবাদ সম্মেলনে সংগঠন পক্ষ থেকে কামাল পাশা চৌধুরী নামে একজন ইমরান এইচ সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেন।
এর আগে এ সংগঠনের ব্যানারে গত ৪ এপ্রিল ইমরানকে শাহবাগে ‘অবাঞ্চিত’ বলে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয় শিগগিরই গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে ৫ সদস্য বিশিষ্ট একটি মুখপাত্র প্যানেল গঠন করা হবে। তারাই মুখপাত্রের কাজ করবে।