মাঠে এসে খেলা দেখা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাঠে বসে চীনাবাদাম খেতে খেতে খেলা দেখার মজাই আলাদা। আমিও চীনাবাদাম খেলাম আর খেলা দেখলাম।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫’ এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের আগে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আপনারা খেলাধুলার প্রতি আরও মনোযোগী হন। খেলাধুলা যেন চলে।
খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উপর মনোনিবেশ করলে ছেলেমেয়েরা বিপথে যাবে না বলেও উল্লেখ করে প্রধানমন্ত্রী। এ সময় তিন শিক্ষার্থীদের সুবিধায় প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার কথাও বলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কক্সবাজারের পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুরের বীরগঞ্জের মরিচা প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে রাজশাহীর বাগমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
Prev Post
Next Post