জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সমান্তোহার গ্রামের মানবপাচারকারী দালার বাহাজুলের মাধ্যমে চাকরির উদ্দেশ্যে মালোয়েশিয়ায় যাওয়ার জন্য ৩ বেকার যুবক বাড়ি ছেড়ে ছিলেন ২০১৫ সালের মার্চ মাসে। চাকরিতো দূরের কথা এখন তারা সে দেশে কারাবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেরার পূর্ণ গোপিনাথপুর গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে বাবুল মিয়া, একই গ্রামের মোকছেদ আলীর ছেলে আনিছুর রহমান ও ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের দেলোয়ার হোসেনের জাহিদুল ইসলাম।
তাদের পারিবারিক সূত্রে জানা যায়, ২ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে তাদের মালোয়েশিয়াতে চাকরি দেয়া হবে। বাড়ি থেকে বের হওয়ার কিছুদিন পর বিকাশের মাধ্যমে টাকা চেয়ে পাঠায় বাহাদুর। বাহাদুরের কথায় বিশ্বাস না করে টাকা না পাঠানোয় সেদিন থেকে ৩ যুবক নিখোঁজ। জানা যায়, বাহাদুর তাদের জাহাজে তুলে দেয়। তারা মায়ানমান সাগর এলাকায় পৌঁছিলে মিয়ানমার কোস্টগার্ড তাদেরকে আটক করে কারাগারে পাঠান। জয়পুরহাট রেড ক্রিসেন্টের মাধ্যমে তারা জানতে পারে মিয়ানমার কারাগার থেকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য চিঠি এসেছে। জয়পুরহাট রেড ক্রিসেন্টের সেক্রেটারী গোলাম হক্কানী তালুকদার জানান, মিয়ানমার থেকে চিঠি এসেছে জয়পুরহাটের ৩ জন মিয়ানমারে আছে। অতি স্বতর তাদের দেশে ফিরিয়ে আনার জন্য তাগিদ দিয়েছে। এ ব্যপারে আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি।
Next Post