মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাশিমপুর পার্ট-২ এ লাল কাপড়ে ঢাকা রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এসে পৌঁছায়। এর পর পরই নিজামীকে রায় পড়ে শোনানো হয়।
কাশিমপুর পার্ট-২ কারাগারের জেলসুপার প্রশান্ত কুমার জানান, রায় পড়ে শোনানোর সময় মতিউর রহমান নিজামী আইনজীবীদের সঙ্গে কথা বলে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এর পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুপ্রিম কোর্ট থেকে রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠানো হয়। এর আগে বিকেল ৪টার দিকে ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
২০১৪ সালের ২৯ অক্টোবর মুক্তিযুদ্ধ চলাকালে পাবনায় হত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা। পরে আপিলের রায়েও তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
Prev Post
Next Post