জামালপুরে যমুনা নদীতে ইলিশ উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে বাস্তবায়ন করতে যমুনা নদীতে ইলিশের অভায়রন্য সৃষ্টির লক্ষে জেলা সৎস্য বিভাগ ইতিমধ্যে ইলিশ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এতে জেলার প্রায় আড়াই হাজার মৎস্যজীবি মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ দেশে ইলিশের মেটাবে বলে জানাগেছে।
জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, যমুনা নদী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষা বাড়ি উপজেলার উপর দিয়ে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রবাহিত হচ্ছে। সূত্র জানায়, মৎস্য বিভাগের দীর্ঘ পর্যবেক্ষণের পর যমুনা নদীতে প্রচুর পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা নিশ্চিত করা হয়েছে।
মৎস্য বিভাগ জানায়, যমুনার জামালপুর অংশে ২৫ কিলোমিটার এলাকা জুড়ে রূপালী ইলিশের অভায়রন্য রয়েছে। এই অভায়রন্যকে রক্ষণাবেক্ষণ ও সময় মতো ইলিশের জাটকা সংরক্ষণ করা গেলে এ নদীতে পদ্মার ইলিশের মতোই সুস্বাদু ইলিশ উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ইসলামপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, সম্ভবনাময় ইলিশ উৎপাদন প্রকল্পবাস্তবায়ন করার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে ইতি মধ্যে মৎস্য বিভাগের উপরিমহলে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হলে বছরে কম পক্ষে ৫০০ টন রূপালী ইলিশ উৎপাদন সম্ভব হবে। এছাড়া জেলার চার উপজেলায় আড়াই হাজার কার্ডধারী মৎস্যজীবি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।