বাংলাদেশের প্রথম ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিস হিসেবে যাত্রা শুরু করলো বেঙ্গল ডিজিটাল। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সার্ভিসের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বেঙ্গল কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এছাড়া, দেশের বিভিন্ন প্রান্তের ক্যাবল অপারেটররা এতে তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে সমন্বয় রেখে ক্যাবল টেলিভিশন সার্ভিস যাত্রা ডিজিটাল বাংলাদেশ গড়ায় অবদান রাখবে।