রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা থেকে বঞ্চিতদের নিয়ে গণশুনানি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণশুনানি কার্যক্রমের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। দুদক সূত্রে জানা গেছে, নাগরিক সনদ অনুযায়ী জনগণ সেবা পাচ্ছে কি-না, তা যাচাই করতে ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী এ গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে দুদক।
এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, দুদক মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ, মহাপরিচালক (অনুসন্ধান ও তথ্য) ড. মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ারসহ আরও অনেকে।