একাত্তরে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের চূড়ান্ত রায় দেয়া হবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে রাজধানী জুড়েও নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা।
সরেজমিনে দেখা যায়, সুপ্রিম কোর্টের বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা কোর্টের ভেতরে প্রবেশের ক্ষেত্রে সবার পরিচয় নিশ্চিত করছেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে জানিয়েছেন, নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী রাস্তায় রাস্তায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। সড়কে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়। পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশের জন্য ৫ মে দিন ধার্য করেন।
Prev Post
Next Post