সিলেটের রাজন হত্যা মামলাটি খুব শীঘ্রই শুরু করা হবে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাজধানী হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
দেশে শিশুসহ বিভিন্ন নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, কয়েক দিন আগে পত্রিকায় দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নিযাতনের ছবি এসেছে, পরে সেটি অসত্য প্রমাণিত হয়েছে। সত্য যে সব প্রমাণ পাওয়া যাবে সে সব অপরাধের ব্যাপারে বিচার অত্যন্ত দ্রুত হবে। এবং প্রসিকউশন অপরাধীদের দৃষ্টান্ত মুলক সাজার জন্য আদালতের কাছে প্রার্থনা করবে।
তিনি বলেন, আইন মন্ত্রণালয় প্রসিকউশনকে তৈরি করে রেখেছে রাজন হত্যা মামলার ব্যপারে। কিছু দিন আগে এ ব্যাপারে আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আশা করছি খুব দ্রুততার সাথে এই বিচার আমরা শুরু করবো।
বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে মন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, কেউ চায় না মামলা জটের মধ্যে থাকতে। আমাদের ব্যবসায়ী সম্প্রদায় যদি মামলা জটের মধ্যে পড়েন তাহলে তাদের অপরিসীম ক্ষতি হয়। তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারলে তারা কাজ সম্পন্ন করতে পারেন।
মন্ত্রীর সঙ্গে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেন, আমরা সবাই মেডিয়েশন ও আরবিট্টেশন চাই (বিকল্প বিরোধ নিষ্পত্তি) কেউ ঝগড়া করতে চায় না। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে সেটি সম্ভম হচ্ছে না। কিভাবে সেটি বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আমরা পরার্মশ দিলাম। আশা করি আইনমন্ত্রী এটি দেখবেন।