ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুর থেকে শুক্রবার রাতে দেশে ফিরবেন। মেডিকেল চেক আপের জন্য তিনি পাঁচদিনের সফরে সোমবার সিঙ্গাপুর যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান,‘মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির হার্টের চেক আপ সম্পন্ন হয়েছে এবং তিনি শুক্রবার রাতে ঢাকা ফিরবেন।’
এর আগে বুধবার আই সেন্টারে চোখের ফলোআপ চিকিৎসা সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি।