ঢাকাঃ রাজধানীর লালবাগে ছিনতাইকারীদের ছোড়া ককটেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ টেম্পোস্ট্যান্ডে হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- লালবাগ থানার এএসআই কাজী তায়েফ (৩৩) ও কনস্টেবল কামাল হোসেন (৩০)। লালবাগ থানার এসআই রাশেদ জানান, ভোরে লালবাগ টেম্পোস্ট্যান্ডের হোসেন মার্কেটের সামনে কয়েকজন যুবক ছিনতাই করার সময় পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় ছিনতাইকারীরা পুলিশদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এতে এএসআই কাজী তায়েফ ও কনস্টেবল কামাল আহত হন। ঘটনাস্থল থেকে আল-আমিন নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়।
আহত পুলিশ সদস্যদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।