গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে জিম্মি ঘটনায় নিহত ইতালির নয় নাগরিকের লাশ নিতে ঢাকায় এসেছেন সে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী ল্যাপো পিস্তেলি। আজ মঙ্গলবার ভোরে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান।[ads1]
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ল্যাপো পিস্তেলির নির্ধারিত সাক্ষাৎ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
জানা গেছে, সকালে তিনি গুলশানের ৭৯ নম্বর সড়কে হামলাস্থল পরিদর্শন করেন। সেই সময় তার সঙ্গে ছিলেন ইতালির রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ইতালির নাগরিকদের লাশ নিয়ে আজই ল্যাপো পিস্তেলির রোমে ফেরার কথা রয়েছে।[ads2]
প্রসঙ্গত, গত শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের হলি থাকা দেশি–বিদেশি অতিথিদের জিম্মি করে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে কমান্ডো অভিযান শুরু হয়। ২০ জন জিম্মির লাশ উদ্ধার হয়। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশি ছাড়া ৯ জন ইতালির, ৭ জন জাপানের এবং ১ জন ভারতের।