গাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে আসছেন শনিবার।
এদিন তিনি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন।
এ উপলক্ষে বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মু্ক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, কৃষিবিদ আব্দুল মান্নান ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থাপনা উদ্বোধন, নাম ফলক উন্মোচন ও কৃষি অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়ণ অনুষদ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন।
গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের উদ্দেশে এবং জাতির জনক বঙ্গবন্ধুর কৃষি শিক্ষার যথার্থতা মূল্যায়ন ও মর্যাদাদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৮ সালের ২২ নভেম্বর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১৩শ শিক্ষার্থী, ১৭৮জন শিক্ষক, ৮৭ জন কর্মকর্তা ও ২৩৯ জন কর্মচারী রয়েছেন। এ বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে ৩০টি ফসলের জাত ও কৃষি উন্নয়নে ১৫টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।