শাহজালালে ১২ লাখ টাকার ওষুধসহ আটক ২

0

medicineঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আমদানি করা ১২ লাখ টাকার ওষুধসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তিরা হলেন- রাসেল (২৮) ও রাকিবুল হাসান (৩২)।

শুক্রবার রাতে বিমানবন্দরের কেনোপি-১ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এপিবিএনের সহকারি পুলিশ সুপার তানজিনা আক্তার।

তিনি বলেন, ‘চোখের ড্রপ ও ডায়াবেটিসের এসব ওষুধ মালয়েশিয়া থেকে অবৈধভাবে আমদানি করে নিয়ে এসেছে যাত্রীরা। মালয়েশিয়া থেকে রাত সাড়ে ৯টায় এমএইচ-১১২ নম্বর ফ্লাইটে তারা বাংলাদেশে আসে।’

তিনি বাংলামেইলকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছ থেকে ওষুধ উদ্ধার করা হয়েছে। তাদের দুইজনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More