হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এসময় শাহিন শেখ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমাবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে ১০ লাখ টাকা মূল্যের সিগারেটসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। শাহিনের বাড়ী মুন্সিগঞ্জের সিরাজদিখানে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম মহাপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, শাহিন শেখ নামের (পাসপোর্ট নাম্বার-এই৮৯৯০৩৩০) ওই যাত্রীর কাছ থেকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নিয়মিত তল্লাশীকালে ৩৫০ কার্টন বিদেশী সিগারেট পাওয়া যায়। তারপর আমরা তাকে আটক করি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।