রাজধানীর শাহবাগে ৩৪তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদেরকে লাঠিপেটা করেছে পুলিশ।
৩৪তম বিসিএসে শূন্য থাকা ৬৭২ টি পোস্ট একই বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের দিয়েই পূরণ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলো ক্যাডার বঞ্চিতরা।
বিসিএস পরীক্ষায় কোটায় প্রার্থী না পাওয়া গেলে শূন্য আসন মেধা তালিকা থেকে পূরণ করা হবে। তবে ৩৪-এর শূন্য আসন পূরণ করা হবে ৩৫তম বিসিএস থেকে। সম্প্রতি পিএসসির এমন সিদ্ধান্তের পর ৩৪তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ প্রার্থীরা শূন্য আসনে তাদের নিয়োগ দিতে বেশ কিছু কর্মসূচি পালন করেন।
একই দাবিতে শনিবার শাহবাগের এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
পরে প্রার্থীরা শাহবাগের প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের লাঠিচার্জে আহত একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।