শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক আধুনিক হয়েছে। যা বিশ্বে অনুকরনীয়। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। ছাত্র সমাজের অগ্রণী ভূমিকায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে আমরা সফল হয়েছি। তেমনি ভাবে এখন বাংলাদেশকে উন্নত ও তথ্য প্রযুক্তিতে উন্নত করতে শিক্ষার্থীদের যুদ্ধ করে যেতে হবে। শিক্ষা ব্যবস্থায় আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষক সমাজের অগ্রণী ভূমিকা রয়েছে। শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার নানা ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা রেখেছে।
বুধবার দুপুরে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সব কথা বলেছেন। তিনি প্রতিষ্ঠানটির মাঠে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। আইজিপি শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ বিএম মোজাম্মেল হক, নাহিম রাজ্জাক, নাভানা আক্তার, শিক্ষা সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহা পরিচালক ফাহিমা খাতুন, চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও সিলেটের পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান প্রমুখ।
Prev Post