ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজ বাঁশেরকেল্লার অ্যাডমিন কে এম জিয়াউদ্দিন ফাহাদ (৩০) কে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লার ক্যাডেট কলেজের আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর পৌনে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।
তিনি বলেন, ঢাকা মহানগরি জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের ছেলে আব্দুল্লাহ মোহাম্মাদ ফাহাদেকে জিজ্ঞাসাবাদে যাদের তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে জিয়াউদ্দিন ফাহাদ একজন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টা ৩০মিনিটে কুমিল্লা ক্যাডেট কলেজের আবাসিক এলাকার তার বড়বোনের বাসা থেকে ফাহাদকে গ্রেফতার করা হয়।
জিয়াউদ্দিন ফাহাদ চট্রগ্রাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে ইসলামী ছাত্রশিবিরের একজন স্বক্রিয় সদস্য। ফাহাদ চট্রগ্রাম বাঁশখালির সাধনপুুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মোহাম্মাদ ছমিউদ্দিনের ছেলে।
মনিরুল ইসলাম আরো বলেন, সে শিবিরের কেন্দ্রের নির্দেশে বাঁশেরকেল্লা সহ অর্ধশত ফেজবুক পেজের এ্যাডমিন। যেগুলোর মাধ্যমে সরকারকে, ট্রাইবুনালকে হেয় করে পোষ্ট দিয়ে আসছিলো।
ফাহাদের বাবার অভিযোগ ফাহাদকে ৯ তারিখে কুমিল্লায় তার বোনের বাসা থেকে অটক করা হয়েছে। ১০ তারিখ পুলিশকে জানানো হয় কিন্তু এ ব্যাপারে পুলিশ কোন তথ্য দেয়নি এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, তার পরিবারের অভিযোগ সত্য নয়। তার পরিবার কে আমরা বলেছি তাকে আমরা খুঁজছি।
যে ফেজবুক পেজ সরকারের জন্য ক্ষতিকর তা বন্ধে কোন পদক্ষেপ নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। তবে এতে কিছু প্রতিবন্ধকতা আছে।
এদিকে জিয়াউদ্দিন ফাহাদের বাবা ছমিউদ্দীন সাংবাদিকদের জানান, গত ৯ মার্চ বিকাল ৪টার দিকে জিয়াউদ্দিনকে কুমিল্লা তার বনের বাসা থেকে সিলভার কালারের মাইক্রবাসে (ঢাকা মেট্রো-ছ-৫৩-৪২-৬৬) আসা ৪জন ডিবি পরিচয়ে তাকে আটক করে নিয়ে যায়। আমি ১০ তারিখ ডিবি অফিসে যোগাযোগ করলে ডিবি অফিস থেকে আমাকে কিছু জানানো হয়নি।