[ads1]রাজধানীর গেন্ডারিয়া আটককৃত আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) সদস্যরা ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার সদস্য ছিলেন বলে দাবি করেছে পুলিশ। আসামিরা হচ্ছেন মাওলানা মো. নাইম ওরফে সাইফুল ইসলাম ওরফে সাদ ও সোহেল আহাম্মেদ ওরফে সোহেল।
কামরাঙ্গীচর এলাকার আল-আরাফা ইসলামিয়া মাদ্রাসা থেকে রোববার রাতে তাদের আটক করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার আবদুল বাতেন এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৩ রাজধানীর কামরাঙ্গীচর থেকে মোজাহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম সোলাইয়মান নামে এবিটির আরো দুই সদস্যকে আটক করা হয়েছিল। তাদের দেয়া তথ্য অনুযায়ী এদেরকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকরা এবিটির ঢাকা অঞ্চলের এবিটির দাওয়াতি শাখার দায়িত্বশীল পর্যায়ের নেতা।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আবদুল বাতেন জানান, এবিটির শীর্ষ এক নেতার নির্দেশে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে আসে তারা। এবিটির সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
প্রমাণ ছাড়া বিভিন্ন জঙ্গিদের ধরা হয়। পরে আদালত থেকে তারা জামিনে বেড়িয়ে যায়। পুলিশ কেন তাদের অভিযোগ প্রমাণ করতে পারে না? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতে প্রমাণ হয়নি এমন কোনো তথ্য আমার কাছে নেই। আমরা যথেষ্ট প্রমাণাদি নিয়ে আসামি আটক করি। তবে জামিন দেয়া আদালতের বিষয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিবি দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ।[ads2]