ভারতের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে সম্মান সূচক ডি-লিট ডিগ্রী প্রদান করতে চায় বিশ্ববিদ্যালয়টি।
এ ব্যাপারে ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আচার্য-রাজ্যপালকে বিষয়টি জানানো হয়েছে। শেখ হাসিনার যাওয়ার ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছাড়পত্র চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সাথে কবি শঙ্খ ঘোষকেও ডি-লিট দিতে চাইছে বিশ্ববিদ্যালয়টি।
প্রেসিডেন্সি সূত্রে জানা গেছে, গত এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের পঞ্চম বৈঠকে সমাবর্তনে কাদের সম্মান জানানো হবে, তা নিয়ে আলোচনা হয়েছিল এবং সেখানেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শেখ হাসিনার নাম প্রস্তাব করা হয়।
আগামী ২২ আগস্ট প্রেসিডেন্সির সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হয়ে যাওয়ার কথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করার কাজ শুরু হয়ে হয়েছে। আর সাম্মানিক ডিএসসি দেওয়া হবে বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নারলিকরকে। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা যাবেন কি না, প্রেসিডেন্সি তাঁকে সম্মান জানাতে পারবে কি না, তা জানা যায়নি।
উল্লেখ্য, সমাবর্তন অনুষ্ঠানে সাধারণত বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিদের সম্মান জানানো হয়। রাষ্ট্রপ্রধানেরাও অনেক সময় থাকেন সে তালিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে চেয়ারও তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেখানে কাকে আনা হবে, সে সব নিয়ে চূড়ান্ত কিছু হয়নি।
৩১ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ