সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন হচ্ছে

0

enu_2sm_409678445ঢাকা: সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তায় আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংবাদপত্রকর্মী (চাকরির শর্তাবলী) আইনের খসড়াও প্রস্তুত করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য দেন।
পত্রিকার ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকদের (ডিসি) ক্ষমতা দেওয়া সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  বেশ কিছু সংবাদপত্র চাকরি থেকে সংবাদকর্মীদের ইচ্ছেমতো অব্যাহতি দেয়। এমনকি ঈদের সময়েও। এ বিষয়টি নিয়ে কোনো আইন করা হবে কি-না জানতে চাইলে তথ্যমন্ত্রী আইনের বিষয়টি তুলে ধরেন। তথ্যমন্ত্রী জানান, চাকরির শর্তাবলী নিয়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তায় আইনটি করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে গণমাধ্যমের জন্য অন্য আইনগুলোও হালনাগাদ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More