প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমরাস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানো এবং সম্ভব হলে অস্ত্র রফতানি করা হবে।
বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সবকিছু আমদানি না, আমরা নিজেরা করব এবং যেটা উপযুক্ত হবে, যুক্তিসঙ্গত হবে, প্রয়োজনে আমরা রফতানিও করব। সেটা মাথায় রাখতে হবে।
সশস্ত্রবাহিনীর সদস্যরা যাতে ভবিষ্যতে নিজেদের সুনাম অক্ষুণ্ন রাখতে পারেন, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেয়ার কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর চাহিদা মেটানোর জন্য ৭.৬২ মিলিমিটার অটোরাইফেল, বিভিন্ন ক্যালিবারের কার্তুজ এবং হ্যান্ড গ্রেনেড উৎপাদন করছে।
বিভিন্ন বাহিনীর অস্ত্রশস্ত্রের আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগ নিতে আমি সমরাস্ত্র কারখানা কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, দেশের সমরাস্ত্রের চাহিদা মেটানোর লক্ষ্যে সমরাস্ত্র কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে।