ঢাকা: আগামীকাল মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠেয় সমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম। সরকারের বাধার কারণেই সিদ্ধান্ত স্থগিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদরাসায় সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাসেমী।
মাওলানা কাশেমী বলেন, ‘আমাদের সব প্রস্তুতি ছিল। সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনাও করেছি। তারা শুধু বলছে নির্বাচনের আগে সমাবেশ করা যাবে না। এ মুহূর্তে আমরা সরকারের বাধার কারণে সমাবেশ করতে পারছি না। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের পরামর্শে কর্মসূচি ঘোষণা করা হবে।’
ক্ষোভ প্রকাশ করে কাসেমী বলেন, ‘আমাদের সমাবেশ করতে দিলে সরকারের লাভ হতো। ৫ মে হেফাজতের সমাবেশ নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। এ সমাবেশ করতে দিলে কারো ক্ষোভ থাকতো না। সরকার এখন অনুমতি না দেয়ায় ক্ষোভ আরো বাড়বে। সরকারের জনপ্রিয়তা কমবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, মুফতি মাহফুজুল হক, মাওলানা আবুল হাসনাত আমিনী, যুগ্ম সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা ফজলুল করীম, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা নাজমুল হাসান, মুফতি মুনির হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ওয়ালীউল্লাহ আরমান, মুফতি আব্দুল মালেক, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা ফারুক আহমদ প্রমুখ।