সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগরী আমির আল্লামা নূর হোসাইন কাসেমী এ কথা জানান।
কাসেমী বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম। সরকার আমাদেরকে কোথাও মহাসমাবেশের অনুমতি দেয়নি। আমরা এর বিচার জনগণের কাছে দিলাম।”
তিনি বলেন, “মহাসমাবেশ করতে দিলে আমাদের কর্মীদের মধ্যে যে ক্ষোভ ছিল তা কিছুটা প্রশমিত হতো। কিন্তু সরকার সে সুযোগটুকুও দিল না।”
এর আগে সমাবেশে আসার জন্য হাটহাজারী থেকে রওয়ানা দিলে হেফাজতের আমির আল্লামা আহমদ শফীকে আটকে দেয় পুলিশ ও র্যাব।