চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের অদূরে বঙ্গোপসাগরে প্রায় ১২শ টন সিমেন্ট ক্লিংকার নিয়ে এমভি ‘বৃষ্টি’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই জাহাজে থাকা ৯ নাবিকই নিরাপদে তীরে উঠেছেন। এ ঘটনার পর বন্দরের জাহাজ চলাচলেও কোন বিঘ্ন হচ্ছে না বলে জানিয়েছে বন্দর রেডিও কন্ট্রোল রুম।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মহিবুল হক বলেন, ‘বর্হিনোঙ্গর থেকে প্রায় ১২শ টন সিমেন্ট ক্লিংকার বোঝাই একটি লাইটারেজ জাহাজ বন্দরের দিকে আসার পথে বঙ্গোপসাগরের পতেঙ্গার কাছাকাছি এলাকায় ডুবে যায়।’
তবে এ ঘটনার ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এর কারণ উদঘাটন করা হবে বলে জানান মহিবুল হক।
Prev Post
Next Post