‘সারা দেশের মানুষ নির্বাচনে সেনাবাহিনী চায়’

0

Army Bangladeshবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তিন দিন নির্বাচনী প্রচার কাজে বের হয়েছেন তিন দিনই তাকে হত্যার প্রচেষ্টা হয়েছে। সরকারের সমর্থনকারীর উন্মাদ হয়ে গেছেন উনাকে হত্যা করার জন্য। তাদের এই অগণতান্ত্রিক আচরণের ফলে বিএনপির আগে যা ভোট ছিল তার চেয়ে তিনগুন বেড়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোট বার এসোসিয়েশনের সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপ লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদ(বিএসপিপি)আয়োজিত‘ তিন সিটি নির্বাচন খালেদা জিয়াকে হত্যা প্রচেষ্টা ও সেনা মোতায়েন সম্পর্কে’ এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।’

নির্বাচন কমিশনের উদ্দেশে প্রবীণ এই আইনজীবী বলেন, যদি আপনার ভয় থাকে যে আপনি সরকারের বাহিরে কোন পদক্ষেপ নিতে পারবেন না, তাহলে দয়া করে পদত্যাগ করুন। ইতিহাসে আপনার নাম লেখা থাকবে।’

সরকারের সোনার ছেলেরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে এমন দাবি করে তিনি বলেন, ‘এই সোনার ছেলেরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে আর বলছে আপনারা ভোট কেন্দ্রে গেলে আর ফিরে আসতে পারবেন না। তাই ওদিকে না যাওয়ায় ভালো।’

আমরা সিটি নির্বাচনের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে দেব এই সরকারের মাধ্যমে স্থানীয় বা যে কোনও নির্বাচনই হোক সুষ্ঠু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

যতই অত্যাচার হোক না কেন আদর্শ ঢাকার নেতা-কর্মীরা মাঠে থাকবে উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে কেন্দ্রে সেনাবাহিনী নিয়োগ করতে হবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্বের ইতিহাস আমাদের জানা আছে। তাদের ওপর আমাদের কোনও আস্তা নেই।’

তিনি দাবি করে বলেন, ‘সারা দেশের মানুষ নির্বাচনে সেনাবাহিনী চায়। শুধু সরকারের সমর্থনকারী প্রার্থীরা ছাড়া।

সরকারের এক মন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘নির্বাচনে হারলে ক্ষমতাশীন দলের অনেক মন্ত্রীর পদ হারিয়ে যাবে। তাই ক্ষমতাশীনরা জনসম্মুখে বলে, কেমন করে নির্বাচনে জিততে হয় তা আমাদের জানা আছে।’

সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More