গতকাল পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে আজ মঙ্গলবার ঢাকার সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাসই চলছে না।
দক্ষিণের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটগামী অনেক যাত্রী মঙ্গলবার সকালে সায়েদাবাদে গিয়ে কোনো বাস না পেয়ে অপেক্ষায় আছেন। তবে বাস কখন চলবে, কেউ বলতে পারছেন না।যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, “মধ্যরাত থেকেই দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না।” তবে ঢাকার অভ্যন্তরীণ রুটের বাসগুলো চলছে বলে জানান তিনি।[ads1]
চট্টগ্রামের ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আব্দুল হক বলেন, “টার্মিনাল কিংবা কাউন্টার, কোনো স্থান থেকেই দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না।”
গুলিস্তানে একটি কার্যালয়ের দখল নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
বঙ্গভবনের পূর্ব দিকে শ্রমিক ইউনিয়নের ওই কার্যালয়টি আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল। রোববার রাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন তা দখলে নিলে তা নিয়ে বিবাদের সূত্রপাত।
সোমবার দুপুরে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের কারণে তিন ঘণ্টা হানিফ ফ্লাইওভারে দিয়ে যান চলাচল বন্ধ ছিল। বিকালে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।[ads2]