ঢাকা: সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও বিএনপির নির্বাচন বর্জনের ঘটনায় হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রের স্বার্থে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব অনিয়মের তদন্ত করা উচিৎ বলেও মনে করে দেশটি।
শুক্রবার সকালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চতুর্থ অংশীদারিত্ব সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান তার দেশের এ মনোভাবের কথা জানান।
শারম্যান বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরপরই আমি এখানে এসেছি। নির্বাচনে নানা অনিয়ম ও মাঝপথে বিএনপির নির্বাচন বর্জনে আমরা হতাশ।’
এ সময় বাংলাদেশের জনগণের কথা বিবেচনা করে স্বচ্ছভাবে সব অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘উন্নয়ন, বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক সংহতি নিয়ে এগিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।’
সংবাদ সম্মেলনে গেল কয়েক বছরে পোশাক খাতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে শারম্যান বলেন, ‘২৫০টিরও বেশি নতুন ইউনিয়নের নিবন্ধন, কারখানার অনলাইন ডেটাবেস ও নতুন শ্রমিক পর্যবেক্ষণের প্রশিক্ষণের বিষয়টি উল্লেখযোগ্য অর্জন।’
লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে শেভরন, কোকাকোলার মতো যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান ওয়েন্ডি শারম্যান।
পররাষ্ট্রসচিব শহীদুল হক জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে বাণিজ্য বিনিয়োগ, নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়গুলোতে বিস্তৃত আলোচনা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র চতুর্থ অংশীদারিত্ব সংলাপ। শেষদিনের প্ল্যানারি সেশনে যোগ দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
সংবাদ সম্মেলন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শারম্যান নিশা দেশাই।