সিলেটে পাথর বোঝাই ট্রাক পুড়ল পেট্রোল বোমায়

0

imagesসিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারের ফাঁসির গাছ নামক স্থানে পাথর বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। পেট্রোল বোমার হাত থেকে চালক ও হেলপার প্রাণে রক্ষা পেলেও পুড়ে গেছে ট্রাকটি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০২৩০) ফাঁসির গাছ নামক স্থানে পৌঁছলে ট্রাকটির উপর দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে আগুন ধরে যায়। চলন্ত গাড়ি থেকে চালক ও হেলপার লাফিয়ে পড়লেও ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়। ঘটনার পর স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দক্ষিণ সুরমা থানার ওসি মোরছালিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More