সিলেট: সিলেট থেকে ঢাকা অভিমুখে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (০৪ জানুয়ারী) বিকেল ৩টা থেকে আন্তঃজেলা যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ যান চলাচল বন্ধের কথা অস্বীকার করেন।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৫ জানুয়ারিকে ঘিরে দেশের উত্তপ্ত রাজনৈতিক অবস্থায় চালক ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আন্তঃজেলা যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে, ঢাকাগামী যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তাদের অনেকেই দুর্ভোগের শিকার হন।