ঢাকা: সীমান্ত বিল পাসের খবর জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ফোন কল আসে নয়াদিল্লি থেকে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এই ফোনালাপের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ফোনে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি স্বাক্ষর করবে। আগামী দিনে দু’পক্ষের সম্পর্ক আরো এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার ভারতের রাজ্যসভায় সীমান্ত বিল পাস হয়। আর আজ বৃহস্পতিবার বিলটি পাস হয় লোকসভায়।
এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুদিন ধরে ঝুলে থাকা সীমান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা বাস্তবতা পেল।