কক্সবাজার : সংবিধান ও গণতন্ত্র রক্ষায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে কক্সবাজারের রামুতে বাংলাদেশ সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সকালে হেলিকপ্টারযোগে রামু সেনানিবাসের হেলিপ্যাডে পৌঁছেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। সঙ্গে ছিলেন দশম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল এএইচ হাসান। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, লে. কর্নেল মাজহারুল আল-কবির ও সরকারের সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ ঢাকাস্থ রাষ্ট্রদূতরা অংশ নিয়েছেন।