[ads1]ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ১২টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন তিনি।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজোর সিতাংশু চক্রবর্তী জানান, রোববার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে এ ট্রেনের। ট্রেনটি সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা করবে। দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছবে। [ads1]
বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছাবে। এ ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে থামবে না।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, সোনার বাংলায় রয়েছে দুটি এসি স্লিপিং চেয়ার, চারটি এসি চেয়ার, সাতটি শোভন চেয়ার, একটি খাবার গাড়ি ও একটি পাওয়ার কার। প্রতিটি এসি চেয়ারে ৫৫টি, এসি স্লিপিংয়ে ৩৩টি, শোভন চেয়ার ৬০টিসহ ৭৪৬টি আসন রয়েছে। এসি স্লিপিং চেয়ার এক হাজার ২০০ টাকা, এসি চেয়ার ১ হাজার টাকা আর শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।[ads2]