রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসিক ব্যাংকে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে বড় ধরনের ডাকাতি ও জালিয়াতি হয়েছে। বেসিক ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা লুট করার চেষ্টা করেছে। ব্যাংক দুটি ঠিক করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এ দুরাবস্থা কাটিয়ে ওঠতে সময় লাগবে বলেও জানান তিনি।
ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেনি জানিয়ে মুহিত বলেন, অনেকে বলে দেশে ব্যাংক বেশি হয়ে গেছে। কিন্তু, ১৬ কোটি মানুষের দেশে ব্যাংকের ৯ হাজার শাখা তেমন কিছুই না। মন্ত্রী বলেন, দেশে ৫৬টি ব্যাংক থাকলেও ব্যাংকিং সেবা এখনো মানুষের দোরগোড়ায় পৌঁছেনি। আর্থিকভাবে দেশকে স্বাবলম্বী করতে হলে সব ধরনের ব্যাংকিং সেবা সব মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জনতা ব্যাংক সম্পর্কে তিনি বলেন, আর্থিক সূচকে জনতা ব্যাংক অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর থেকে যথেষ্ট ভালো করছে। ভালো মুনাফা অর্জন করছে।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আব্দুস সালাম ব্যাংকের আর্থিক সূচক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ ওয়াহিদ উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এস আসলাম আলম প্রমুখ উপস্থিত ছিলেন।