হামলায় নিহত তিনজন বাংলাদেশি, বাকিরা বিদেশি

0

Ishrat Akhond[ads1]গুলশান ২ নম্বরের হলি আর্টিসান বেকারি নামের রেস্টুরেন্ট থেকে শনিবার উদ্ধার করা জিম্মিদের মরদেহের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর মধ্যে তিনজন বাংলাদেশি, বাকিরা বিদেশি।

আইএসপিআর জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন ইতালি, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক।

কমান্ডো অভিযানে ওই সময় ১৩ জিম্মিকে জীবিতও উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই বাংলাদেশি।

বাংলাদেশিদের মধ্যে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেনও হামলাকারীদের হাতে নিহত হয়েছেন। নিহত অন্য দু’জন হচ্ছেন- ঢাকা আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ ও ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীর।

পরিবার সূত্রে জানা গেছে, ফারাজ আইয়াজ হোসেন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতেন। গ্রীষ্মের ছুটিতে তিনি বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। আগামী মাসেই তার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। [ads2]

বন্ধুদের সাথে নিয়ে শুক্রবার হলি আর্টিজান বেকারিতে গিয়েছিলেন ফারাজ।NADIA

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More