[ads1]গত পরশু সীমান্তে দুই বাংলাদেশীকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ । সেই দুই বাংলাদেশীর লাশ হস্তান্তর করছে তারা । সামাজিক মাধ্যমে প্রচারিত এক ছবিতে দেখা যাচ্ছে লাশ আনতে বিজিবি কর্মকর্তারা বৈঠক করেছে বিএসএফ এর সাথে। সাথে লেগে আছে বাংলাদেশী কর্মকর্তার মুখে হাসি।
সেটা দেখে অনেকেই বলছেন, ‘দেখে মনে হচ্ছে লাশ আনতে নয়, ১০ বিলিয়ন ডলারের বানিজ্য চুক্তি সই করেছেন!! আত্নসন্মান বলতে কিছু অবশিষ্ট আছে আর আমাদের
উল্লেখ, চাঁপাইনবাবগঞ্জ এর গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশীর মরদেহ গত মমঙ্গলবার ফেরত দেয় বিএসএফ। বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিপুর থানার ইনচার্জ জয়ন্ত কুমার দত্তের কাছ থেকে মরদেহ দুটি গ্রহণ করেন গোমস্তাপুর থানার ওসি ইব্রাহীম। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন, ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল জাহিদ হাসান সহ বিজিবি- বিএসএফ কর্মকর্তারা।[ads2]