ইনকিলাব অনলাইন : পুরান ঢাকার হোসেনি দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় পৃথকভাবে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। শনিবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট ঢাকাস্থ দূতাবাসের ফেসবুকে এক বার্তায় এই বোমা হামলাকে লজ্জাজনক আখ্যায়িত করেছেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বোমা হামলায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।বার্নিকাট বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে জটিল বলে উল্লেখ করেন। বর্তমান সরকার ও বাংলাদেশের জনগণের পাশে যুক্তরাষ্ট্রের থাকার অঙ্গীকারও করেছেন।রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের প্রস্তুতি কালে দুর্বৃত্তদের বোমা হামলায় আতঙ্ক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। শনিবার সকালে এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।টুইট বার্তায় গিবসন লিখেছেন : শিয়া সম্প্রদায়ের আশুরার মিছিলে হামলায় আমরা আতঙ্কিত। এধরণের সহিংসতা ও অসহিষ্ণুতা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন। টুইট বার্তায় তিনি হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।