গুলশানের রেস্টুরেন্টে হামলার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের আলোচনায় প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন পোস্টের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ আর হামলার শিকার হওয়া মানুষদের প্রতি ভালোবাসা জানাচ্ছেন টুইটারের ব্যবহারকারীরা। [ads1]
গুলশান হামলার পর বাংলাদেশকে নিয়ে হ্যাশট্যাগও চালু হয়েছে। ওই হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন পোস্ট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন টুইটার ব্যবহারকারীরা।
#PrayForBangladesh অথবা #PrayForDhaka অথবা অন্য কোনও হ্যাশট্যাগকে বেছে নেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতি সংহতি জানাতে। তাই টুইটার ভরে গেছে বাংলাদেশের নামে দেওয়া শত শত পোস্টে।
প্রসঙ্গত, রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় শুক্রবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন। তখনও ওই রেস্টুরেন্টের ভেতরে ২০ জনের বেশি বিদেশি নাগরিক জিম্মি ছিলেন বলে জানা যায়। তাদের উদ্ধারে সমঝোতার চেষ্টা চালানো হয়। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে ৪০ মিনিটের অভিযান শেষে হলি আর্টিজান রেস্টুরেন্ট নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।[ads2]