১৫৯ বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

0

bangladeshiআটক ১৫৯ ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র সরকার। এরই মধ্যে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে ঢাকাস্থ ইউএস দূতাবাস আটককৃতদের জাতীয়তা সম্পর্কে খোঁজ নিতে।
যুক্তরাষ্ট্র সরকারের এমন অনুরোধের ভিত্তিতে জাতীয়তা যাচাইয়ের জন্য ১৫৯ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইং।
যুক্তরাষ্ট্র সরকারের পাঠানো তালিকা পর্যালোচনায় দেখা যায়, আটককৃতদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সবার নামের পাশাপাশি জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে।
কারো আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স নম্বর, জাতীয় পরিচয় পত্র ও অন্যান্য ট্রাভেল ডকুমেন্টের নম্বর উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিপ্লোমেটিক নোটের ভিত্তিতে প্রাথমিক জবাব দিতে অনুরোধ করা হয় ইউএস অ্যাম্বাসির চিঠিতে।
একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানাতে বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুয়েক দিনের মধ্যে তালিকাটি যাচাই-বাছাইয়ের কাজ করা হবে।
আটককৃতদের তালিকায় আছেন, খালেদ মিয়া, হাফিজুর রহমান, মহসীন হোসেন, সাজু আলী, মোহাম্মদ রাসাল,আমাদুর রশীদ বাবু, আবু জাফর, আবদুুল আসাদ, মোহাম্মদ আসলাম, মোজাম্মেল হোসেন, মো. আলী নাসের, রায়হান, মতিউর রহমান, আবদুল হালিম, দেলোয়ার হোসেন, আকরাম হোসেন, নাভিদ আজম, ফিরোজ আলম, মোহাম্মদ সোহাগ হোসেন, বিবেক কান্তি দাস,মোহাম্মদ মইনুল হক, আশফাক চয়ন, ইসতাক আহমদ, জুম্মার হোসেন, মো. মহসীন, গাজী কবির, মো. শীপন আহম্মেদ চৌধুরী, বশির বাবু, জামাল মোল্লা, মামুন আলম, সোহেল আহামদ, মিজানুর রহমান, সাব্বির আহম্মদ, মইনুল ইসলাম, মো. মাহমুদুল জিলানী, আহমদ রুমন, কামাল হোসেন, মো. অহিদুর রহমান, মোহাম্মদ সোহেল, আকতার হোসেন, মাহমুদুল হাসান, নাজমুল আহসান, আবদুুর রহমান, ফকরুল ইসলাম, অসীম চন্দ্র দাস,নাসির উদ্দিন, ইমন বড়ুয়া, আহমদ শেখ সিব্বিন, আমিনুর ইসলাম, হেলাল উদ্দিন, আবুল হোসেন, হারুন মিয়া, মোহাম্মদ সালাহউদ্দিন, হৃদয় হোসেন, আকাব উদ্দিন, রাজীব মিয়া, আনোয়ার হোসেন, সাবুল হোসেন, ক্লিনটন নাথ,  গোলাম মেসবাহউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মো. মাহফুজুর রহমান, ডালিম আহমদ, আবু সাঈদ, মো. মোস্তাফিজুর রহমান, মাসুম উদ্দিন, কামাল হোসেন, আশিকুল রাসেল, সালমান হোসেন, মো. মাহবুবুর রহমান, সোহরাব হোসেন, মোহাম্মদ তাজেল, আকরাম হোসেন আবেদ ও শাকিল প্রভাগী, জাহেদ হোসেন, মোহাম্মদ উদ্দিন, সোহরাব  হোসেন, আশরাফ হোসেন,মোঃ জাকারিয়া, রাসেল আহম্মেদ, আবদুস সামাদ, মনির হোসেন, তোফাজ্জল হোসেন, মোঃ আমানউল্লাহ, শিব্বির আহমদ, রিপন সরদার, মোহাম্মদ মনির হোসেন, আলী আসগর, শওকত হোসেন, মনিরুল মুন্না, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইসলাম, মো. ইসলাম, রাসেল আহম্মদ, ইকবাল মুক্তার, শিহাব আহম্মেদ, লাবু খান, নাঈম সরকার, আনোয়ার রানা, নাসিম আহমেদ, মোহাম্মদ মিলন ভূঁইয়া, মোহাম্মদ ইসলাম, আবু ভূঁইয়া, তারেক আহম্মদ,মামুনর রশীদ, অহিদুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আবদুর রউফ, মারুফ আহমদ, শহীদ উল্লাহ দুলাল, খালেদুর রহমান, আবুল হাসান।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More