১৫-২৬ জুলাই চলবে ঈদ স্পেশাল ট্রেন

0

Train2দিনাজপুর: পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রুটে ঈদের আগে তিন দিন ও পরের সাত দিন যাত্রীদের নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে দুটি ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। স্পেশাল ট্রেন দুটি ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এবং ঈদের পরে ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চলাচল করবে।

এই সময়ের মধ্যে স্পেশাল ট্রেন প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাবে এবং বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছবে।

একইভাবে বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এসে রাত ৩টায় পার্বতীপুর রেলওয়ে জংশনে পৌঁছবে। ঈদের আগে ও পরে মোট ১০ দিন ট্রেন দুটি চলাচল করবে।

দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল আহসান বাংলামেইলকে জানান, রেলওয়ে কর্তৃপক্ষ ঈদের আগে ও পরে ভীড় এড়াতে এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুরে একজোড়া নতুন ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

যাত্রীদের জ্ঞাতার্থে ইতোমধ্যে পার্বতীপুর রেলওয়ে জংশনে ট্রেন চলাচল সংক্রান্ত তথ্যাদি তুলে ধরে ব্যানার টানিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পার্বতীপুর-ঢাকা রুটের ট্রেনটি যাত্রা পথে ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, মুলাডুলি, চাটমোহর, বড়াল ব্রিজ, লাহিড়ী মোহনপুর, উল্লাপাড়া, জামতৈল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর, ঢাকা বিমান বন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More